১৩ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৬টা পর্যন্ত এই উৎসবটি কালিহাতী উপজেলায় প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়া হয়। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল কালিহাতী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে কালিহাতী উপজেলা পূজা উদযাপন কমিটি।
বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া, এবং পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ডা. গনেশ।
কালিহাতী থানার ওসি আবুল কালাম জানিয়েছেন, বিকাল চারটায় দুই নৌকার সংঘর্ষে অপু (১২) নামের এক কিশোরের মৃত্যু ঘটে। তার পরিচয় দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের পুত্র হিসেবে জানা গেছে।দুর্গাপূজার এই বিসর্জন উৎসবে ধর্মীয় বিশ্বাসের সংযোগ ও ভক্তির প্রকাশ ঘটে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ছিল। ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করার জন্য প্রশাসন ও পূজা উদযাপন কমিটির প্রশংসনীয় ভূমিকা ছিল।
Post a Comment